সব
কানাডায় বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
কানাডায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও দুই আরোহী আহত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার প্রথম প্রহরে দেশটির রাজধানী অটোয়ার কাছে একই নামের নদীতে সিএইচ-১৪৭এফ চিনুক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন : ইউক্রেনের পাল্টা আক্রমণকে পাত্তাই দিচ্ছেন না পুতিন
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাডার বিমান বাহিনী জানায়, সোমবার মধ্যরাতের পর অটোয়া থেকে উত্তরপশ্চিমে পেটাওয়াওয়ায় একটি সামরিক ঘাঁটির কাছে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ট্রুডো জানিয়েছেন, সামরিক বাহিনীর যে ‘সদস্যরা নিহত হয়েছেন তাদের পরিবার ও সহকর্মীদের কাছে শোক ও সমবেদনা জানাতে’ তিনি কানাডার চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে কথা বলেছেন।
এ হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে অটোয়ায় সাংবাদিকদের জানিয়েছেন ট্রুডো। ২০২০ সালে গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে কানাডার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিল।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য