সব
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবীর হেসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার যুগিপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন : বর্ষসেরা গোলের পুরস্কার মেসি ও ভিনিসিয়াসের হাতে
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ হোসেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার কুষ্টিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই আবীর নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মন্তব্য