সব
ছোট বোনকে বাঁচাতে গিয়ে আহত শিক্ষার্থী ফাবিহা মারা গেছেন
আপন ছোট বোনকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাবিহা আফিফা (সৃজনী) মারা গেছেন। আজ দপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোটে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন, বশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন।
জানা যায়, শুক্রবার দুপুরে ফাবিহা তাঁর স্কুলপড়ুয়া ছোট বোনকে (১৫) নিয়ে নিজ বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন।
এরপর মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
আরও পড়ুন : নোয়াখালীতে অটোরিকশায় রাখা কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার
Time news FB Link
মন্তব্য