সব
উয়েফা ইউরোপা লিগের ফাইনাল
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রোমাকে হারিয়ে রেকর্ড সপ্তম বারের মতো শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ও খেলার ফলাফল থাকে ১-১ । পরে টাইব্রেকে রোমাকে ৪-১ বলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ ক্লাব সেভিয়া।
আরও পড়ুন : সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় সাইবার আদালতে মামলা
রোমার মাত্র একজন জালের দেখা পান, ব্রায়ান ক্রিস্তান্ত। তাদের দ্বিতীয় শট নেওয়া জানকুলা মানচিনির র প্রচেষ্টা পা দিয়ে রুখে দেন বোনো। ইবানেসের সঠিক দিকে লাফ দেন তিনি। বলে অবশ্য হাত লাগাতে পারেননি পোস্টে লাগে বল। সেভিয়া এগিয়ে যায় ৩-১ এ।
ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ৬ বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। অন্যদিকে, রোমান্স কোচ মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার সাধ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে ।
মন্তব্য