সব
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের কর্মসূচি ঘোষণা
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে বর্ষপূর্তি উদ্যাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সেখানে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে।
তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণ-অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: মাসব্যাপী কর্মসূচিতে যা যা থাকছেজুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: মাসব্যাপী কর্মসূচিতে যা যা থাকছে
গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক পরিসরে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে।
মন্তব্য