সব
আবাসিক হোস্টেলে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজের আবাসিক নারী হোস্টেলের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলার একটি পক্ষে এক ছাত্রী অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ছাত্রীর নাম জয়া কন্ডু (২৪) খুলনার ফুলবাড়ী কুয়েট রোডের গিরীন্দ্রনাথের মেয়ে।
আরও পড়ুন : চলমান বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আজ সকাল ৯টার দিকে ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৮৫ নম্বর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দেন জয়া।
তাঁর সহপাঠীরা টের পেয়ে দরজা ভেঙে তাঁকে দ্রুত সিলিং ফ্যান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য