সব
আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর: অহনা
মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন ও শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে কথা বলেছেন।
সাক্ষাৎকারে বর্তমান ও অতীতের নানান বিষয় নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল মিডিয়াতে কাজ না করলেও আমার সমস্যা হবেনা।’
আরও পড়ুন : সারাকে ভয় পেতেন অনন্যা পাণ্ডে
শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন।
সাক্ষাৎকারে অভিনেত্রী উল্লেখ করে বলেন, ‘কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’
মন্তব্য