সব
ইউক্রেইন ‘কার্যকরভাবে’ গুচ্ছ বোমা ব্যবহার করছে: যুক্তরাষ্ট্র
আগ্রাসী রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে ইউক্রেইন গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা পাওয়া গেছে রাশিয়ার প্রতিরক্ষা অবস্থান ও অভিযানের বিরুদ্ধে এসব বোমা ‘কার্যকরভাবে’ ব্যবহৃত হচ্ছে।
গুচ্ছ বোমা এমন এক ধরনের বোমা, যা ছোড়ার পর মাঝ আকাশ থেকে শত শত ছোট ছোট বোমা বেরিয়ে মাটিতে পড়তে থাকে। তবে ছোট ছোট অনেক বোমা মাটিতে পড়ে প্রায় সময়ই ফাটে না। কিন্তু না ফাটলেও বহুদিন পর্যন্ত সক্রিয় থাকে এবং পরবর্তীতে ফাটার ঝুঁকি থেকে যায়।
আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি
গুচ্ছ বোমা হামলা ব্যাপক এলাকাজুড়ে নির্বিচারে মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। সে কারণে বিশ্বের ১২০টিরও বেশি দেশে এ বোমা নিষিদ্ধ। তবে রাশিয়া ও ইউক্রেইন উভয়েই এবারের যুদ্ধে এ বোমা ব্যবহার করেছে।
কিইভের গোলাবারুদ ফুরিয়ে আসার কথা বলে যুক্তরাষ্ট্র ইউক্রেইনে এই বোমা সরবরাহ করেছে। শুধু শত্রু রুশ সেনাদের মারতে এই বোমা ব্যবহার করা হবে বলে ইউক্রেইন প্রতিশ্রুতি দিয়েছে, জানিয়েছে বিবিসি।
এক সংবাদ ব্রিফিংয়ে কারবি বলেছেন, “তারা যথাযথভাবে সেগুলো (গুচ্ছ বোমা) ব্যবহার করছে। তারা এগুলো কার্যকরভাবে ব্যবহার করছে এবং তারা আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও প্রতিরক্ষামূলক কৌশলের ওপর একটি প্রভাব ফেলতে পেরেছে।”
ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে ইউক্রেইন আগ্রাসী রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের গ্রীষ্মকালীন পাল্টা হামলা শুরু করলেও এর গতি কমে গেছে এবং পশ্চিমা সমর বিশেষজ্ঞরা যা আশা করেছিলেন তার চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এক পর্যায়ে ইউক্রেইন জানায়, তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে ইউক্রেইনকে গুচ্ছ বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এ বোমা ইউক্রেইনকে দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেইনের গোলাবারুদ ফুরিয়ে আসায় তাকে ‘খুব কঠিন’ এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, কানাডা, নিউ জিল্যান্ড ও স্পেন এ বোমা ব্যবহারের বিরোধিতা করেছে।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য