সব
ইবিতে নবীন বরণে দফায় দফায় সংঘর্ষ
ইবিতে নবীন বরণে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে সিটে বসা ও স্টেজের সামনে নাচ গান কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পাঁচ দফা সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের মাঝ পথেই নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আরও পড়ুন : টলিপাড়ায় নতুন গুঞ্জন : শাকিবের সঙ্গে কাজ করবেন দর্শনা
জানা যায়, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজা নামের এক শিক্ষার্থী তার বন্ধুর জন্য জায়গা রাখে সেই সিটে অন্য একজন বসতে চাওয়াই তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে রাজাকে মিলনায়তনের তৃতীয় তলায় ডেকে নিয়ে মারধর করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সাইমুন, অর্থনীতি বিভাগের সাদি, ফিনান্স বিভাগের সাকিব।
এই ঘটনার সূত্র ধরে মিলনায়তনের ভিতরে উপার্চের সামনেই একই বিভাগের রাজার বন্ধু ফুয়াদ ও সৈয়দ সাজিদুর রহমান কে এলোপাথারি মারধর করা হয়। এতে আহত হয় সাজিদ নামের একটি শিক্ষার্থী। পরে, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আলী রিয়াজ ও তূর্য তার ডিপার্টমেন্টের জুনিয়রকে মারধর করতে দেখে ঘটনাস্থলে গেলে তাদের মারধর করে একাউন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমন ও তার বন্ধুরা। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীকে চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আরও পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড
এরপর বিকেল চারটার দিকে মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব চলাকালীন স্টেজের সামনে থেকে শিক্ষার্থীদের পাশে সরে যেতে বলায় আবারও সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে মাঝ পথেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিযুক্ত অ্যাকাউন্টিং বিভাগের সাইমন বলেন, কোন মারামারি হয়নি, শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি বড় ভাইদের সাথে কথা বলে বিষয়টি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, কোন অভিযোগ পাইনি। মারামারি অডিটোরিয়ামের পিছনের দরজার ওখানে হয়েছে। পরে সেখানে গেলে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। কোন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।
মন্তব্য