সব
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাটডাউনে ইবি প্রশাসন
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল বুধবার (৭ জুন) সকালে কুষ্টিয়া হাউজিং ডি ব্লক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ
জানা যায়, সোহেল মাহমুদ অগ্রণী ব্যাংক কুষ্টিয়া জেলার চৌড়হাস ব্রাঞ্চের কর্মকর্তা। ভুক্তভোগী অধ্যাপক মোস্তাফিজ বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক । তিনি এবং ওই ব্যাংক কর্মকর্তা কুষ্টিয়া হাউজিং ডি ব্লক এলাকায় পাশাপাশি বাস করেন।
অধ্যাপক মোস্তাফিজ করেন, ভবন করাকে কেন্দ্র করে প্রতিহিংসার জেরে প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সোহেল দীর্ঘদিন ধরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিষয়টি অগ্রণী ব্যাংক চৌড়হাস ব্রাঞ্চের ম্যানেজারকে জানান। ম্যানেজার ব্যাংক কর্মকর্তা সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এতে তিনি ক্ষুব্ধ হন। বুধবার সকালে হাঁটতে বের হলে তাকে মারধর করেন সোহেল। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ব্যাংক কর্মকর্তা সোহেল। তিনি বলেন, গত ১০ দিনে তার সঙ্গে দেখা হয়নি। আর হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
মন্তব্য