সব
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব
ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আবারো ফিরে এলো সেই খুশির ঈদ ঈদুল ফিতর । এই ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে এই উৎসবের আমেজে ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে । এই ধর্মীয় উৎসব সকল বৈষম্য দূর করে সম্প্রতির বন্ধন আরো দৃঢ় করে তোলে । ঈদ একটি সার্বজনীন উৎসব।
ঈদ মানেই সাম্য। ঈদ মানেই মানুষের সাথে কুশল বিনিময়, নানা সাধের খাবারের আয়োজন আপ্যায়ন আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া, পাশাপাশি সামর্থ্য অনুযায়ী ইসলামী বিধান মোতাবেক যাকাত ফিতরা ও দানের মাধ্যমে সমাজের দরিদ্র অসহায় মানুষের সাথে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে সবাই একসাথে কাজ করা।
ঈদ মানে আনন্দ । পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পরে এই আনন্দ মহান আল্লাহতালার রহমত ও ক্ষমাপ্রাপ্তির। পবিত্র রমজান মাস আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষা নিয়ে জীবন শুরু করার প্রথম দিন এই ঈদুল ফিতর।
তবে এবারের ঈদ হতে পারে বাংলাদেশের জন্য একটি আতঙ্কময় সময় । কারণ গত দুইদিন আগে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে রিখটার স্কেলে প্রায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে। বিশেষ করে মায়ানমারের শত শত কিলোমিটার রাস্তা ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য প্রাণহানি হয়েছে । আরো কিছু ছোট বড় ভূমিকম্প সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। যা বাংলাদেশসহ ভারতের বেশকিছু অংশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে । আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে এই পবিত্র ঈদে দুহাত ভরে দোয়া করি যেন মহান সৃষ্টিকর্তা আমাদের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করেন।
পরিশেষে, বিশ্বজনীন এ উৎসব হোক সর্বজনীন, সমতা, মানবিকতা,সম্প্রীতি,সহানুভূতি ও সহাবস্থানের । ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে ।
ঈদুল ফিতর উপলক্ষে timenews24.com অনলাইন প্লাটফর্মের এর সকল পাঠক, ফলোয়ার্স, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ী সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ।
সকলের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করি।
মন্তব্য