সব
উর্বশীর খরচ পড়েছে ১৯০ কোটি টাকা
মনের মত বাড়ি কিনতে উর্বশীর খরচ পড়েছে ১৯০ কোটি টাকা। কখনো ক্রিকেটারদের সাথে নাম জড়িয়ে, কখনো বা রহস্যময় পোস্ট নিয়ে শিরোনামে চলে আসেন উর্বশী রাওতেলা। তবে এবার আর রহস্য নয়, তারকাদের বাসা বদলের হিড়িকে নতুন ঠিকানা করলেন উর্বশীও। তবে কত দামে বাড়িতে কিনেছেন শুনলে চোখ ছানাবড়া হতে পারে।
আরও পড়ুন : সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় সাইবার আদালতে মামলা
সূত্র বলছে, ঊর্বশী কাউকে কিছু না জানিয়ে চুপিচুপি নতুন বাড়িতে চলে এসেছেন। নতুন বাড়ির নাম ও রহস্যের ভিতরে রেখেছেন। যদিও সে বাড়ির মূল্য সকলেই জানেন। মনের মত বাড়িটি কিনতে উর্বশীর খরচ পড়েছে ১৯০ কোটি টাকা। গত সাত মাস ধরে নাকি এমন একটি বাড়ির খোঁজ করে চলেছিলেন উর্বশী। জহুতে প্রায় খান দশেক বাংলো দেখে বাতিল করেছেন তিনি। তবে অমিতাভ বচ্চন, কাজল অজয় দেবগন, হৃত্বিক রোশন কিংবা জন আব্রাহামদের সঙ্গে নিজেকে যে এক সারিতেই দেখতে চান অভিনেত্রী । তা স্পষ্ট করে দিতে চাইলেন। বাড়িটি কিনলেন একেবারে তারার হাটেই। অনিল কাপুর অক্ষয় কুমার ও তার প্রতিবেশী।
মন্তব্য