সব
১০ কোটি রুপি হাঁকিয়েছেন সামান্থা
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের প্রায় সবাই ১০ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ঠিক এর উল্টো। সাউথের জনপ্রিয় নায়কদের পারিশ্রমিক আকাশচুম্বী হলেও নায়িকারা পান ৩ থেকে ৭ কোটি রুপি।
সাউথের ছবিতে ইতিমধ্যেই সামান্থা রুথ প্রভু এক দশক পার করেছেন। তবে বলিউডে কাজ করেছেন মাত্র একটি। এর মধ্য দিয়েই পারিশ্রমিক দ্বিগুণ করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি দক্ষিণের অভিনেত্রীদের পারিশ্রমিক অভিনেতাদের বরাবরে নিয়ে গেছেন সামান্থা।
আরও পড়ুন : মান্নাতের সামনে বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখ ভক্তরা
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত জনপ্রিয় দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পারিশ্রমিক ছিল পাঁচ কোটি, তবে নতুন একটি হিন্দি সিরিজের জন্য দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছেন ।
‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে রাজির চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে জনপ্রিয়তা পান সামান্থা। সিরিজটির পরিচালক ছিলেন রাজ ও ডিকে। এই নির্মাতাদ্বয়ের পরের সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও আছেন সামান্থা। জানা গেছে, সিরিজটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সামান্থার পারিশ্রমিক নিয়ে অভিনেত্রী বা ‘সিটাডেল’সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য