সব
এবার ঢাকার হারের ‘হালি’ পূর্ণ
রংপুরের বোলারদের তোপে মাত্র ১১১ রানে অলআউট হয়েছিল ঢাকা ক্যাপিটালস। ছোট রান তাড়ায় রংপুরের ব্যাটারদের কাজটা আরও সহজ করলেন ঢাকার বোলাররা। অস্বাভাবিক নো বল আর ওয়াইডের হ্যাটট্রিকের ম্যাচে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর। অন্যদিকে, চলতি বিপিএলে নাম লেখানো শাকিব খানের ঢাকা টানা চার ম্যাচে হারের মুখ দেখল।
মন্তব্য