সব
কনস্টেবলকে ছুরিকাঘাত গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
মানিকগঞ্জ সদরে গণপিটুনিতে এক ডাকাত (৩০) নিহত হয়েছেন। এসময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে রাকিব নামের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) দিনগত রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরুরি পরিষেবা ৯৯৯ এর মাধ্যমে খবর আসে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় সাত-আটজনের একদল ডাকাত বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা ও মালামাল লুটে নিচ্ছে। সেখানে পুলিশ পৌঁছালে মুখে গামছা মোড়ানো ডাকাত দল পালানোর চেষ্টা করে। এসময় এক ডাকাত সদস্য পুলিশ কনস্টেবল রাকিবকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে রাতেই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসযাত্রী ও স্থানীয়রা মিলে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহত ডাকাতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য