সব
করোনা : এক দিনে ৩৬ রোগী শনাক্ত, মৃত্যু ১ জনের
দেশে গত এক দিনে আরও ৩৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬৪১টি নমুনা পরীক্ষা করে ওই ৩৬ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ; আগের দিন তা ৪ দশমিক ২৭ শতাংশ ছিল।
আরও পড়ুন : মির্জা ফখরুল ইসলাম প্যাথলজিক্যাল লায়ার : ওবায়দুল কাদের
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৭৪ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৮ জনই ঢাকার। এর বাইরে কক্সবাজারে ৩ জন, নাটোর ও ময়মনসিংহে ২ জন করে এবং শেরপুরে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য