সব
কুমিল্লায় মালবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। জেলার দাউদকান্দি উপজেলায় মালবাহী ট্রাকের ও মাইক্রোবাসের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এত ট্রাকের ও মাইক্রোবাসের দুই নিহত হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৮ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১
দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার ভবানীপুর এলাকার আব্দুস সাত্তার (৬২) ও একই উপজেলার কেতান্দি এলাকার আব্দুল জলিল (৬৫)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির শহীদনগর এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস এবং ট্রাক দুটোই উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় দুইজন আহত হলেও তারা গুরুতর কোনো আঘাত পাননি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য