সব
কুষ্টিয়ায় আলোচিত তুলি’কে পরিকল্পিত হত্যা দাবী ও জড়িতদের ফাঁসির দাবীতে মানবন্ধন
কুষ্টিয়া জর্জ কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমনের ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস ওরফে তুলি (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবী করে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে নিহত তুলির মা শরিফা খাতুন সহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় শরিফা খাতুন দাবী করেন, আমার মেয়ে তুলিকে আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমন ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীও করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমনের ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস ওরফে তুলি (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানের সাথে ঝুলে তুলি আত্বহত্যা করেছে বলে অপপ্রচার চালায় আইনজীবী মাহমুদুল হাসান ও তার পরিবার। পরে নিহত তুলির মা শরিফা খাতুন বাদী হয়ে আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমন ও তার স্ত্রীসহ ৫ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬জন অজ্ঞাতনামা আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত তুলি কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকায় ওহিদুল মোল্লার মেয়ে। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর থেকেই ওই আইনজীবী মাহমুদুল হাসান ও তার স্ত্রীসহ অন্যান্য আসামীরা পলাতক রয়েছেন।
আরও পড়ুন : হাত-পা বেঁধে ও মুখে রুমাল গুঁজে কিশোরীকে গণধর্ষণ
Time news FB Link
মন্তব্য