সব
কুষ্টিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ১লক্ষ ৭৭হাজার গরু-ছাগল
কোরবানির ঈদকে সামনে রেখে গরু-ছাগল হৃষ্টপুষ্ট করা কুষ্টিয়া জেলার একটি ঐতিয্যের অংশ। এরই ধারাবাহিকতায় ১লক্ষ ৭৮হাজার গরু-ছাগল এবার হৃষ্টপুষ্ট করে কোরবানীর জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারীরা। প্রাকৃতিক পরিবেশে পরম যতেœ বাড়ীতে বাড়ীতে পারিবারিক আদলে সম্পুর্ণ নিরাপদ ও স্বাস্থ্য সম্মতভাবে স্বাভাবিক খাদ্য খাওয়ায়ে গরু-ছাগলকে মোটাতাজা করছেন তারা। দেশীয় গরু হিসেবে ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানীর জন্য এ জেলার গরুর রয়েছে বিশেষ চাহিদা। গত কয়েক বছর বৈশি^ক নানা সংকটে চরম লোকশান গুনতে হয়েছে জেলার গো- খামারীদের। এ বারের কোরবানীতে সেই লোকশান কিছুটা হলেও পুশিয়ে নিতে চান তারা।
আরও পুড়ন: আমেরিকা গণতন্ত্রের কথা বলে সেন্টমার্টিন দখলের পায়তারা করে : হাসানুল হক ইনু
শুধুমাত্র কোরবানি ঈদকে সামনে রেখে এই জেলায় যে পরিমান গরু এবং ছাগল প্রস্তুত করা হয় তা স্থানীয় চাহিদা পূরনের পাশাপশি দেশের চাহিদার বড় একটি অংশ পুরন হয়ে থাকে। এখানকার খামারী ও কৃষকরা কোরবানীর ঈদের পরে কমদামে ছোট গরু ও ছাগল কিনে লালন পালন শুরু করে। অল্প অল্প করে টাকা বিনিয়োগ করে এসব খামারে ও বাড়ীতে বাড়ীতে পারিবারিক আদলে গরু-ছাগলকে মোটাতাজা করে তারা। উদ্দেশ্য, পরের কোরবানির ঈদে বিক্রি করে একবারে হাতে টাকা পাওয়া ও কিছু লাভের আশা। কিন্তু গরুর সব রকম খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর লাভ নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারী প্রণোদনাও চান তারা। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে, এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলার ১৯ হাজার খামারে ১ লাখ ৭৮ হাজার গরু – ছাগল প্রস্তুত করা হয়েছে। এসব গরু, ছাগল স্থানীয় চাহিদা পূরণ করে ৫০ ভাগই বিক্রি হবে ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন জেলায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারীদের গরু হুষ্টু পুষ্টু করতে নানা রকম প্রশিক্ষন দেয়া হয়েছে। সম্পুর্ণ নিরাপদ ও স্বাস্থ্য সম্মতভাবে স্বাভাবিক খাদ্য দিয়ে কোন প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়ায় গরু হুষ্টু পুষ্টু করেছেন এখানকার খামারীরা। দেশব্যপী কুষ্টিয়ার গরুর বাড়তি চাহিদা থাকায় এবার গরু-ছাগলের ভালো দামও পাবেন খামারী ও কৃষকরা। গত কয়েক বছর বৈশি^ক নানা সংকটে চরম লোকশান গুনতে হয়েছে জেলার গো- খামারীদের। তাই সরকারী প্রণোদনাসহ খামারীদের সবধরনের সহযোগীতা করবে সরকার এমনটায় প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য