সব
কুষ্টিয়ায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কেটে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১ টার দিকে উপজেলার মিরপুর ট্রেন স্টেশন এলাকার সর্দ্দার পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, অজ্ঞাত ওই ব্যাক্তি রেল নাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। এসময় পেছন দিক থেকে পোড়াহদ থেকে আসা একটি ট্রেন ধাক্কা দেয় । এতে ওই ব্যাক্তি ট্রেনে নিচে পড়ে যায় এবং ঘটনা স্থলেই
তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতে পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
মন্তব্য