সব
ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ মৃত্যু দেখল নভেম্বর
কুষ্টিয়ায় প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ছয় উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তবে আগষ্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২০, চিকিৎসাধীন আছে ৩৭জন, আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫২৩জন।
সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতাল ও চিকিৎসকরা সব সময় প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। জেলা শহরের পাশাপাশি এখন উপজেলা গুলোতেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা বেশি। এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব না।
আরও পড়ুন : যুক্তরাজ্যে নজরদারির জন্য লিংকডইন ব্যবহার
Time news FB Link
মন্তব্য