সব
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাসেম আলী (৩৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়েরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসেম আলী একই এলাকার মৃত আছান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসেম আলী একটি নির্মাণাধীন ভবনের ইটে পানি দেবার জন্য পানির মোটর চালু করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সকালে বিদ্যুতায়িত হয়ে হাসেম আলী নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠোনো হয়েছে।
মন্তব্য