সব
হোটেল রুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হাবিবা (৯) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হাবিবা মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার হাসান আলীর মেয়ে।
আরও পড়ুন : আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুরের একটি বেসরকারি ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন হাবিবার মা। বোনকে দেখতে বাবা হাসান আলীর সাথে ক্লিনিকে যান হাবিবা। ক্লিনিক থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় নওদাপাড়া ব্রিজ নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী একটি ট্রাক মোটরসাইকেল ধাক্কা দিলে হাবিবা ছিটকে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় হাবিবা।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মন্তব্য