সব
কুষ্টিয়ায় মাদক চোরাকারবারি খুন, প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্যসহ হত্যাকারি আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গেল রাতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন নামের এক চোরাকারবারিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় অভিযুক্ত সোহেল (২৮)কে দৌলতপুর সীমান্তে মহিষকুন্ডি পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)। এসময় তার হেফাজতে থাকা ১৭ বোতল ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় । এসব মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক মাহবুব মোর্শেদ চৌধুরী।
আরও পড়ুন : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
তিনি বলেন, অভিযানে মহন হত্যাকান্ডে জড়িত বলে সন্দেহে ঠোটারপাড়া এলাকা থেকে সোহেল নামে এক যুবককে আটক করা হয়। তার হেফাজত থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (প্রতিটি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হৃদা সারবাংলাকে বলেন, মোহন নামের এক চোরাকারবারিকে কুপিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সোহেলকে মাদকসহ থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল হামলার সংবাদ পেয়ে বিজিবি মোহন ও হৃদয় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এসময় মোহনের শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত হৃদয় এর অবস্থা আশঙ্কামুক্ত। নিহত মোহন জামালপুর গ্রামের মৃত মদন মোহনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন আলীর ছেলে।
মন্তব্য