সব
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। আজ বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা শতাধিকবার সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে ব্যর্থতার জন্য নিন্দা জ্ঞাপনের পাশাপাশি দ্রুত এসব সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি জানান।
আরও পড়ুন : নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৪১
আসামিদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের কাছ আবেদন সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়। আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এ্যাড. সামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ জেলার সর্বস্থরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য