সব
কুষ্টিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক আটক
কুষ্টিয়া দৌলতপুরের আলোচিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ । আটককৃত ল্যাংড়া ফারুককে মঙ্গলবার দিবাগত ভোর রাতে আটক করা হয়।
আরও পুড়ন: কুষ্টিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ১ লক্ষ ৭৭ হাজার গরু-ছাগল
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের রুস্তম ফকিরের ছেলে ফারুক হোসেনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয়ের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান পরিচালনা করে ফারুক হোসেনকে আটক করা হয়। আটককৃত ফারুক হোসেনের দেওয়া তথ্য মতে তাদের রান্নাঘরে চুলার পাশে থাকা ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়।
আটককৃত ল্যাংড়া ফারুকের নামে দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় ৯ টি মাদকের মামলা রয়েছে।
মন্তব্য