সব
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু জানান, সাপের কামড়ে মারা যাওয়া দুজন হলো- ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহান।
বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপে কামড় মারে । প্রথমে ঠিকমতো বুঝতে পারেনি তারা।
ভেবেছিল কোনো পোকা কামড়িয়েছে। পরে ঘরে সাপ দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে যায়। রাতেই মেয়ে মারা যায়, আর মা মারা যায় বৃহস্পতিবার দুপুরে।
পরে স্থানীয়রা ওই ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
আরও পড়ুন : কুষ্টিয়ায় অটোরিক্সা চালককে হত্যা করে মাটিচাপা, নিখোঁজের ২১ দিন পর লাশ উদ্ধার
Time news FB Link
মন্তব্য