সব
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরির অপরাধে ৩ ফ্যাক্টরিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ফ্যাক্টরিকে সাময়িক সিলগালা করা হয়।
সোমবার (২২ মে) বিকেল থেকে সাড়ে ৬ টা পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, বৈধ কাগজপত্রাদি না থাকা, ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরির অপরাধে মধুরুচি ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা, চয়ন আশা ফ্যাক্টরিকে ৮ হাজার টাকা এবং আশা আইসক্রীম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
মন্তব্য