সব
মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণ অলংকার ডাকাতের করা হয়েছে।
আরও পড়ুন : তিন বছরের সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
বাড়ির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী শিউলি খাতুন বলেন, তখন রাত আনুমানিক তিনটা বাজে। তিনি সন্তানদের সাথে ঘুমাচ্ছিলাম। এ সময় ডাকাতরা তার গলায় থাকা সোনার চেন ধরে টান দিলে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে তিনি দেখেন তার কক্ষে ৬ জন লোক। তাদের মধ্যে চার জনের মুখ বাধা তিন জনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে শাবল ও চাকু।
তিনি আরো বলেন, ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপচাপ থাকতে বলেন। তিনি তাদের কথামতে ভয়ে সন্তানদের নিয়ে অস্ত্রের মুখে চুপচাপ ছিলেন। তার ভাষ্য ডাকাতরা তার বাড়িতে প্রায় আধঘন্টা সময় ধরে ডাকাতি করে। তার গলায় থাকা একটি চেন, ঘরে থাকা একটি আংটি, এক জোড়া দুল, দুটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে গেছেন।
যদুরয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পরে তার ইউনিয়নসহ উপজেলা বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সবগুলো ডাকাতি একই স্টাইলে হচ্ছে । তার ভাষ্য, কোন একটি চক্র সংঘবদ্ধভাবে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
কুমারখালী থানার ডিউটি অফিসার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
মন্তব্য