সব
কোরআন অবমাননা: সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক
কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক সরকার। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ। এছাড়া ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের তেল খাতে সুইডিশ কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ইউক্রেইন ‘কার্যকরভাবে’ গুচ্ছ বোমা ব্যবহার করছে: যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার (২০ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে আবারও কোরআন অবমাননার পর ইরাকজুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।
আবারও কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশের পরপরই ইরাকি জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেয়।
সুইডেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একদল দুর্বৃত্ত সমবেত হয় এবং পবিত্র কোরআনের অবমাননা করে। তারা কোরআনে আগুন দেওয়া হবে বলে ঘোষণা দিলেও তা না করে সেখান থেকে চলে যায়।
এর আগে গত ঈদুল আজহার দিন সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কোরআনে আগুন দেওয়া হয়। সেদিন যে দুর্বৃত্ত কুরআনে আগুন দিয়েছিলেন তাকেই আবার কোরআনে আগুন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
কোরআন অবমাননাকারী ওই দুর্বৃত্তের নাম সালওয়ান মুমিকা। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি ইরাক থেকে পালিয়ে সুইডেনের আশ্রয়ে রয়েছে।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য