সব
ক্যান্সারে আক্রান্ত রাজিয়া খাতুন বাঁচতে চায়
ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের রাজিয়া খাতুন (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে দিন দিন তার প্রদীপ নিভে যাচ্ছে অর্থের অভাবে রাজিয়া খাতুন চিকিৎসা করাতে পারছে না। গত ০২ বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করছেন ডা: লাকি বেগম এর কাছে। ০৩ মাস পর পর তাকে থেরাপি দিতে হয়। বাড়ির জায়গাটুকু বিক্রি করে চিকিৎসা করছেন। বর্তমানে চিকিৎসা করতে তার অর্থ শেষ যাওয়ায় এখন বেকায়দায় পড়েছেন। রোজগারের কোন পথ নেই। অনের কাছে হাত পেতে সাহায্য নিয়ে থেরাপি দিচ্ছেন। গত ০২ বছরে চিকিৎসা করতে গিয়ে প্রায় ০৫-০৬ লক্ষ টাকা শেষে করেছেন। এখন আর কোন উপায় না থাকায় দেশের বৃত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন রাজিয়া খাতুন। চিকিৎসা করাতে না পারলে তার প্রদীপ হয়তো নিভে যাবে। তিনি বাঁচতে চান। এমন জটিল রোগ নিয়ে বাঁচার জন্য মানুষের দারে দায়ে যাচ্ছেন। এ বিষয়ে ডা: লাকি বেগম এর সাথে কথা বললে তিনি জানান, জটিল রোগের চিকিৎসা না থাকায় তিন মাস পর পর থেরাপি দেওয়া হয়। এতে অনেক ব্যয় হয় গরিব লোকের পক্ষে এ রোগের চিকিৎসা করা কঠিন। বর্তমান এই অবস্থার মধ্যে তাকে সান্তনা দেওয়া হচ্ছে। থেরাপি দিয়ে যতদিন বেঁচে থাকতে পারে। স্বামী মোঃ আব্দুর রশিদ জানান যা কিছু ছিল বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসা করছি। এখন আর সম্ভব হচ্ছে না। তাই আমার স্ত্রীকে বাঁচাতে বৃত্তবানদের কাছে সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ: ০১৭৫০৫৪৮৮০৮।
মন্তব্য