সব
গর্তে পুঁতে রাখা শিশু অপহরণকারী আটক
শিশুকে অপহরণ করে মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ চাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনার প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে নুর ইসলাম (২১) নামে ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা।
আরও পড়ুন : আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, শিশুকে মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ চাওয়ার ঘটনায় নুর ইসলাম সরাসরি জড়িত। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
ভিডিওতে যা দেখা যায় : শিশুটির চোখেমুখে ভয়। গলা পর্যন্ত মাটিতে ডুবে আছে। এই অবস্থায় রোহিঙ্গা ভাষায় শিশুটি তার বাবাকে উদ্দেশ্য করে বলছিল, ‘আব্বা তরাতরি চেষ্টা গর। মরে গাতত গলায় পিল্লে। টিয়া দে। (বাবা দ্রুত চেষ্টা কর, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা দাও)।
মন্তব্য