সব
গাইবান্ধায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙনরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে-কানাচে উন্নয়নের জোয়ার বইছে। তারা নিজেরাই এলাকায় চাষাবাদ করে জীবনমানের উন্নতি করছে।
আরও পড়ুন : বেনজীর দোষী হলে দেশে ফিরে আসতেই হবে: কাদের
তিনি আজ দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যমো. বিপ্লব হাসান,পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবু সাঈদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু,সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামশীল আরেফিন টিটু সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
মন্তব্য