সব
গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া, কামারজানী ও পচারকুড়া এলাকায় তিনশতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর সহযোগিতা ও বিএডিআরসি অর্থায়নে ত্রাণ বিতরণে সংযোগ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন : গাইবান্ধায় বন্যায় পানিবন্ধি ৩০ হাজার পরিবার
ত্রাণের সামগ্রীর মধ্যে ছিলেন, চাল, ডাল, তেল, শুকনো খাবার। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বন্যায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারগুলো । আয়োজকরা জানান, ‘সংযোগ’ সংগঠনের সহযোগিতায় ধারাবাহিকভাবে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।
মন্তব্য