সব
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুষ্টি সপ্তাহে এতিমখানায় উন্নত খাবার পরিবেশন
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। সোমবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি সৈয়দবাড়ি হাফিজিয়া ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন : কুষ্টিয়া শিল্পকলার কালচারাল অফিসার সুজনের আমলনামায় শুধু অনিয়ম আর দুর্নীতি
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুাহাম্মদ আমরুল্লাহ,উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, সহ-সভাপতি শাহ রেদোয়ানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ইলিয়াস হোসেন, হাফিজিয়া এতিমখানার পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, কমিটির সদস্য রিপন প্রমানিক ভুট্টু প্রমুখ। পরে এমিতখানার কমপক্ষে ৮০ জন শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন অতিথিবৃন্দ।
মন্তব্য