সব
গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন : টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক। এ সময় তিনি আরো জানান, গ্রুপ বিষয়ে চার জন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। তারা গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরো দুজনের মৃত্যু। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য