সব
চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। ঘটনাটি আজ শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় ঘটে । পরের দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন : লোডশেডিংয়ে এবার রাজধানীতে পানি সরবরাহে বিঘ্ন, বৃষ্টির অপেক্ষায় ওয়াসা
আহতরা হলেন, মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫) ও মেহজাবিন (৭)। তাদের উদ্ধার করে নেয়া আশা একজন জানান, সকাল আটটার দিকে আগুন লাগে। আমরা তাদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তাদের চিকিৎসা চলছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একই পরিবারের নারী ও শিশুসহ মোট পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে সালাম মন্ডলের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক ।
মন্তব্য