সব
চেন্নাইয়ের ৫ শিরোপা জয়
খুনে মেজাজে চেন্নাইয়ের ৫ শিরোপা জয়’এর মাধ্যে প্রমান করলো তাদের কাছে যে কোন টার্গেট ব্যাপার না । খুনে মেজাজ কাকে বলে তার উৎকৃষ্ট উদাহরণ দিয়েছে চেন্নাই। বৃষ্টি যেন তাদের বেটারদের তাতিয়ে দিয়েছিল। ক্রিজে নামা প্রত্যেকেই ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যেভাবে ব্যাটসম্যান গন তান্ডব শুরু করেছিলেন মনে হচ্ছিল গুজরাটের দেওয়া ১৭১ নং রানের লক্ষ্যে অনেক আগেই তারা পেরিয়ে যাবে। তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদ। একই ওভারে ঋতুরাজ গায়কোয়াড ও ডেভন কওয়েকে ফেরান তিনি। তবে সেই ঢাকা সামাল দিয়ে একই গতিতে ব্যাট চালিয়েছেল আমবাতি রাইডু । বাকিটা দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন । তার ঝড়ো ব্যাটিং এর পর চেন্নাইয়রে তিন ওভারের দরকার ছিল ৩৭ রান। সে সময় বল করতে আসেন মোহিত শর্মা। প্রথম তিন বলেই দুই ছক্কা এক চার মেরে বসেন রায়ডু তবে চতুর্থ বলে আউট হয়ে ফিরে যান তিনি। পরের বেলায় আউট হন মহেন্দ্র সিং ধোনি । আবারো জমে উঠে ম্যাচ।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড
শেষ ওভারে চেন্নাই সুপার কিং এর জয় পেটে দরকার ছিল ১৩ রান। প্রথম তিন বলেই ইয়র্কার লেন্থে বল করলেন মোহিত শর্মা খরচ করেছেন মাত্র দুই রান । তখন ম্যাচের ফলাফল দুলছিলো দু’ দিকেই । যার ধারাবাহিকতাই শেষ দুই বলে চেন্নাইয়ের দশ রান দরকার ছিল। প্রথম বলেই ৬হাকে ম্যাচের লাগানো টান দেন জাদেয়া। বাকি কাজটাও তিনিই সেরেছেন। ডান পায়ে উড়ে আসা বল পিছনে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে বল সীমানা অতিক্রম করে । এই জয়ের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটি আইপিএস এর পর জেতা মুম্বাইয়ের পাশে বসলে চেন্নাই সুপার কিং ।
মন্তব্য