সব
ঝালকাঠিতে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের
ঝালকাঠির নলছিটি উপজেলায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন। সোমবার ভোরে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান।
নিহতরা হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) এবং তার মেয়ে ছোঁয়ামনি (১৭)। দুর্ঘটনায় আহত হয়েছেন ফিরোজ খান এবং অটোরিকশার চালক। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ঢাকা-১৭ উপনির্বাচন : আরাফাত নৌকা হিরো আলম পেলেন একতারা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক বরগুনার বামনা থেকে ভাঙ্গারির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এসময় যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
ওসি আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।
মন্তব্য