সব
ঝিনাইদহে অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুন্ডু ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামে সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সিনথিয়া দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।
জানা যায়, সিনথিয়া বিছানায় শুয়ে থাকা অবস্থায় কালাচ নামক সাপে কামড় দেয়। শিশুটি কান্না করলে তার মা রুমের মধ্যে সাপ ঘুওে বেরাতে দেখে। পরে শিশুটিকে ওঝা ডেকে কবিরাজি চিকিৎসা করে।
আরও পড়ুন : নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, চারিদেক আতঙ্ক
শিশুটি পরে অচেতন হয়ে গেলে সকাল ৯টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সদর হাসপাতালে এন্টিভেনোম না থাকায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা সিনথিয়া মারা গেছে বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদপুর মেডিকেলের চিকিৎসক শিশুর পরিবারকে জানান, হাসপাতালে এন্টিভেনোম দেওয়ার আগেই শিশু সিনথিয়া মারা গেছে।
মন্তব্য