সব
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন, আটক প্রতিবেশী
ঝিনাইদহের কালিগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের প্রতিবেশী এক যুবককে আটক করে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার মধ্যরাতে কালিগঞ্জ পৌর এলাকার ফয়লা মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : কনস্টেবলকে ছুরিকাঘাত গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
নিহত মেহেদী হাসান (২৫) ওই এলাকার সফর আলীর ছেলে। এ ঘটনায় আটক আকরাম (৩৬) একই এলাকার বাসিন্দা। নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি মাহবুবুর জানান, শনিবার রাত ১২টার দিকে সিগারেট কিনতে বাসা থেকে বের হন মেহেদী হাসান।
আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে আকরামের কাছে টাকা চান মেহেদী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আকরাম এক পর্যায়ে উত্তেজিত হয়ে মেহেদীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। পরে আশপাশের লোকজন গিয়ে মেহেদীকে উদ্ধার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Time news FB Link
মন্তব্য