সব
ডেঙ্গুতে জ্যেষ্ঠ সহকারী সচিবের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব। এস এম নাজিয়া সুলতানা ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংঘাতের ঝুঁকি বাড়ছে: রিজভী
নাজিয়া আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। ৩০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন।
নাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সচিব তপন কান্তি ঘোষ।
এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব নাজিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।”
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু এবার ভয়াবহ রূপ নিতে যাচ্ছে, যে আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা।
ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিনদিনই বাড়ছে। এই বছর এই পর্যন্ত সংখ্যাটি ৩৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে দেড় শতাধিক জনের মৃত্যু হয়েছে।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য