সব
ধর্ম পালনে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়ায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মেহেদী হাসান জাহিদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত জাহিদকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়ার গ্রামে হাজী জালাল উদ্দিনের মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাসায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : হিরো আলম নির্বাচনে অংশ নিতে পারবেন : ইসির অতিরিক্ত সচিব
নিহত নার্গিস বেগম উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাহির কুশিয়া এলাকার সেলিম মাঝে স্ত্রী।
নার্গিসের ছেলে জাহিদ অভিযোগ করে বলেন, তার মা ও পরিবারের লোকজন তাকে ধর্ম পালনে বাধা দেয়। তিনি এক বছর যাবত তার বাবা মাকে বুঝিয়েছেন। কিন্তু তারা মানেননি। ফলে আজ উত্তেজিত হয়ে মান নার্গিস বেগমকে কুপিয়ে হত্যা করেছেন।
মন্তব্য