সব
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উলিপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টার পর স্কুলশিক্ষার্থী সিয়ামের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । এই বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার । আজ শনিবার সকাল ১০:০০ টার দিকে ঘটনাস্থল থেকেই ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ভোলায় ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
নিহত সিয়াম উপজেলার নাজিরপুর এলাকার মৃত হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। অবশেষে আজ সকাল ১০ টার দিকে সিয়ামের মৃতদেহটি উদ্ধার করা হয়।
মন্তব্য