সব
নাটোরে চালকের গলাকেটে অটোভ্যান ছিনতাই
নাটোরে লালপুর উপজেলায় এক ভ্যানচালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত চার দিনে তিনটি ব্যাটারিচালিত যান চুরি বা ছিনতাই হয়েছে।
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তা থেকে ওই ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ভ্যানচালক লালন (২৮) উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি উজ্জল বলেন, লালন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাটপাড়া যাওয়ার পথে অজ্ঞাত যাত্রী তার অটোভ্যানে ওঠেন। পরে ফাঁকা রাস্তায় পৌঁছালে ওই যাত্রী লালনের গলায় ছুরি দিয়ে আঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ভ্যানচালককে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে স্বামী-শাশুড়ির তথ্যে মাটি খুঁড়ে মিলল গৃহবধূর লাশ
ওসি আরও জানান, লালনের স্বজনেরা রাজশাহী থেকে ফিরে এসে মামলা করবেন। ছিনতাইকারীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ নিয়ে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চারদিনে লালপুরে তিনটি ব্যাটারিচালিত যান চুরি হল।
শুক্রবার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে থেকে চুরি হয় রহিমপুর গ্রামের বাসিন্দা সাজদার হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশা।
সাজদার মসজিদের সামনে অটোরিকশাটি তালা দিয়ে রেখে জুমার নামাজে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন রিকশাটি চুরি হয়ে গেছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
সাজদার সাংবাদিকদের বলেন, নানা জায়গা খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি পাননি তিনি।
এ ছাড়া, শনিবার সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে আবারও একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়।
ভ্যানটির মালিক উপজেলার এবি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ষাটোর্ধ্ব তাছের মণ্ডল। তিনি অসুস্থ নাতিকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন।
শনিবার সকালে প্রধান ফটকের পাশে ভ্যানটি রেখে হাসপাতালে ঢোকার কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে দেখেন ভ্যানটি চুরি হয়ে গেছে।
তাছের মণ্ডল সাংবাদিকদের বলেন, পাঁচ মেয়ের মধ্যে চার মেয়েকে ভ্যান চালিয়ে বিয়ে দিয়েছেন। এর আগেও আরও একটি ভ্যান চুরির পরে ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন তিনি।
এখন কিভাবে কিস্তি শোধ করবেন, স্ত্রী-সন্তানের মুখের খাওয়া জোগাবেন তার কোনো উপায় দেখছেন না বলে জানান এই বৃদ্ধ।
এসব নিয়ে জানতে চাইলে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, “হাসপাতালের ভিতর থেকে চুরি যাওয়া অটোভ্যান উদ্ধারে আমরা কাজ করছি। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। হাসপাতালের মধ্যে চুরি রোধে যানবাহনের জন্য গ্যারেজ করা হচ্ছে, সেখানে টোকেনের ব্যবস্থা করা হবে।“
বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে; অটোভ্যান-রিকশা চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং হারানো যান উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য