সব
নেশার টাকা না পাওয়ায় আত্মহত্যা : সিসি ক্যামেরায় ভিডিও ধারণ
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের হাত-পা ও মুখ নিজে বেঁধে করাত কলের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে মুন্না খান (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেন। আত্মহত্যার দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে মুন্না এই ঘটনা ঘটান।
আরও পড়ুন : সিরাজগঞ্জে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
করাত কলের মধ্যে বসানো সিসি ক্যামেরায় মুন্নার আত্মহত্যা দৃশ্য রেকর্ড হয়। রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মুন্নার মা বলেন, মুন্না নেশাগ্রস্ত ছিল। সে শিউলি বেগমের ফলে চাকরি করতো। শুক্রবার সন্ধ্যার দিকে সে কিছু টাকা চেয়েছিল। টাকা না দেয় আত্মহত্যা করেছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুল বলেন, মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য