সব
পরকীয়ায় আসক্ত, মেয়েকে টুকরো করে ফ্রিজে রাখলেন মা
মেয়েতে হত্যার পরে দুই টুকরো করে ঘরের ফ্রিজে রাখলেন আপন মা। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। ওই বাড়িতে পুলিশ অভিযান করে বাসার ফ্রিজ থেকে ৯ বছর বয়সী মেয়ের মরদেহের অংশ উদ্ধার করে।
ধারনা করছে ৮ থেকে ৯ আগস্টের মধ্যে ওই মেয়েটিকে হত্যা করা হয়।
এই ঘটনায় পুলিশ জানিয়েছে, কীভাবে সহজে মেয়ের শরীর টুকরো টুকরো করবেন সে জন্য ইন্টারনেটে সার্চও করেছেন ওই নারী। বাবার সাথে মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পারার কারণেই মেয়েটিকে হত্যা করেন ওই নারী।
ওই নারী বর্তমানে আরেক পুরুষের সাথে সম্পর্কে আছেন। তবে ওই পুরুষকে এখনো সনাক্ত করা যায়নি।
ওই নারী জানিয়েছেন, মাদক নেওয়ার পর তিনি ও ওই পুরুষটি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি মেয়েটিকে মৃত দেখতে পান এবং তার মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখেন। পরে অবশ্য ছুুরিকাঘাতে মেয়েকে হত্যার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেন তিনি।
আরও পড়ুন : ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার করায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা
Time news FB Link
মন্তব্য