সব
বিশ্ব মা দিবসে ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন সুফিয়ার গর্ভে জন্ম নেওয়া সেই পিতৃপরিচয়হীন যমজ কন্যাদেরকে ঢাকার আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
১৪ মে বিশ্ব মা দিবসে পাঁচ মিনিটের ব্যবধানে শিশু দুটির জন্ম দেয় ওই মানসিক ভারসাম্যহীন মা। শিশু দুটি জন্মগতভাবে দুর্বল ও পুষ্টিহীন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওইদিনই তাদেরকে পুনরায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ফুলপুর হাসপাতালে পৌঁছার পর থেকে মানসিক ভারসাম্যহীন সুফিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সুফিয়া শিশুদের রেখে এদিক সেদিক চলে যেতেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল। বর্তমানে সেই মা অদ্যাবধি নিখোঁজ।
পরে হাসপাতালের নার্সদের তত্ত্বাবধানে প্রায় তিনদিন রাখার পর বুধবার সকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বোর্ড তাদেরকে ঢাকার আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুরুল হক, নার্স উম্মে সালমা, হাসপাতালের অফিস সহায়ক আজহারুল ইসলাম, তাকওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি তপু রায়হান প্রমুখ।
মন্তব্য