সব
পাবনায় চরমপন্থি দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় বকুল ইসলাম (৪৫) নামে চরমপন্থি দলের সাবেক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : নতুন করে খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা
নিহত বকুল ইসলাম উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, রোববার রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, এই বকুল একসময় চরমপন্থি নেতা ছিলেন। স্বাভাবিক জীবনে ফেরার জন্য ২০১৬ সালে আত্মসমর্পণ করেছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
FB PAGE LINK
মন্তব্য