সব
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পুকুরে গোসল করতে গিয়ে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । আজ রবিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হেরগাঁও এলাকার পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু। মৃত স্কুল শিক্ষার্থীরা হলো, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রোকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার সালাম মিয়াঁর মেয়ে সুবর্ণা আক্তার। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মেয়ে মারিয়া।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় লুঙ্গির ভাঁজে লুকানো ১১ টি স্বর্ণের বার উদ্ধার
তারা সবাই বর্তমানে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হেরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোনা বেগমের বাড়ির ভাড়াটিয়া এবং হেরগাঁও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হেরগাঁও এলাকার একটি পুকুরে তিন জন স্কুল শিক্ষার্থী গোসল করতে যায়। তাদের কেউ সাঁতার না জানাই পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য